"সুরভিত উদ্যান"
আমার জীবনের একটা সত্যি ঘটনা আপনাদের বলি। বিশ্বাস করবেন তো? আমি কিন্তু একদম বানিয়ে বলছি না। বিশ্বাস করুন। শুধু পুরোন সেই স্মৃতিগুলো চোখে ভাসে আর ভাবি সত্যি কি হয়েছিল সেদিন।বাবা মা আমার নাম রেখেছিল রেখা। ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী ছিলাম। গায়ের রঙ ধবধবে ফর্সা। সাড়ে পাঁটফুট হাইট। এই নিয়ে বাবা বলত তোর জন্য তো একটা লম্বা পাত্র দেখতে হবে রে? খবরের কাগজে বিজ্ঞাপন দেব? দেখি তোর জন্য কেমন বর পাওয়া যায়। আমি খালি হাঁসতাম আর সেই লগ্ন মূহূর্তের আশায় বসে থাকতাম। মনের মতন বর পেলে কার না খুশী ধরে। বিয়ে করে বরকে নিয়ে সুখে ঘর বাঁধব। আমার জীবনে রাজকুমারটা কে হবে সেই চিন্তায় মনটা ছটফট করত। ভাবতাম যারা প্রেম করে তাদের এমন হয় না। আমি তো প্রেম করিনি তাই আমার হচ্ছে। হাজার হোক বিয়েটাতো মানুষে একবারই করে। বাবা মাকে ছোটবেলা থেকে দেখিছি এত সুখী। তাহলে আমার বেলায় এমনটা হবে না কেন? ভগবান কে ডাকতাম। আমার কলেজের বন্ধুরা আমাকে ভরসা জোগাতো। বলত-দেখিস রেখা, তোর জীবনে সেরা বর জুটবে। তোকে সে সত্যিকারের ভালবাসবে। তোর জীবনের সব স্বপ্ন পূরণ হবে।এতটা আশা আমিও করিনি। বিয়ে হোল যার সাথে সে আমার সত্যিকারের জীবন সাথি হয়ে এল। আমি ভালবাসাটা শুধু পেলাম না। ভালবাসাটা উপচে দিতে লাগলাম আমার এই ভালবাসার বরটাকে। ও আমাকে নিজের থেকেও বেশী ভালবাসত। কখনও কষ্ট দিত না আমাকে। আমি পারতাম না ওকে একটুর জন্যও গা ছাড়া করতে। কাজের চাপে ওকে মাঝে ২-৩ দিনের জন্য বাইরে যেতে হোত। ফিরে আসত যখন আমি পাগলের মতন হয়ে যেতাম। ঘন্টার পর ঘন্টা ওকে নিয়ে বিছানায় শুয়ে থাকতাম। ওর ঠোটে চুমু খেতাম। ওকে আদর করতাম। বিছানায় ওকে ভরিয়ে দিতাম নিজের শরীরে আবদ্ধ করে। ও আমাকে ভালবাসার আবেগে করত। দুটো শরীর একত্রিত হয়ে কতক্ষণ যে আমরা বারবার একে অন্যের মধ্যে হারিয়ে যেতাম বুঝতেই পারতাম না। যৌনতার সুখ দুজনেই উপভোগ করতাম। আমাকে মিলনের পূর্ন তৃপ্তি দিতে ও আপ্রাণ চেষ্টা করত। বিছানায় দুজনে দুজনকে সুখ দিতে আমরা যেন দারুন ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।প্রথম দুবছর আমরা কোন বাচ্চা চাই নি। অথচ দুজনে চুটিয়ে সেক্স করেছি। বাচ্চা এড়ানোর উপায় হিসেবে অনেক পথ অবলম্বন করেছি। কিন্তু সেক্সকে কোনদিন অবহেলা করিনি। মনে হয়েছে স্বামী স্ত্রীর আসল মিলন তো ঐখানেই। যৌনতা ছাড়া স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে ছেদ পড়তে বাধ্য। একমাত্র দুজনে দুজনকে পাওয়ার চাহিদাই বিবাহিত জীবনকে সঠিক ভাবে টিকিয়ে রাখতে পারে। আমাদের জীবনে এমন কোন বাধা কোনদিন আসেনি। ওকে যতটা ভালবাসা দিয়েছি আমি ও ততটাই সুদে আসলে ফেরত দিয়েছে আমাকে।
read more download here
0 comments